- ১। আপনার নকিয়া ফোনে যে ইমেজটির সাইজ ছোট করতে চান সেটির ওপর সিলেক্টবাটন রেখে অপশনএ ক্লিক করুন।
- ২। Add To contact নামের একটা অপশন পাবেন। তাতে ক্লিক করুন।
- ৩। এখন আপনার ফোনে সেভ করা নম্বর গুলো দেখাবে। যেকোন একটি ফোন নম্বরে ক্লিক করুন। ইমেজটি ঐ ফোন নম্বরে সেভ হয়ে যাবে।
- ৪। তারপর আপনি আপনার ফোন বুকে প্রবেশকরুন ও যে নম্বরে ইমেজটি সেভ করেছিলেন ঐ নম্বরটি তে যান।
- ৫। Ok বাটনে ক্লিক করলে ফোন নম্বরটিতে ঢুকবে, তখন আপনি সেভ করা ইমেজটি দেখতে পাবেন।
- ৬। ইমেজটির ওপর সিলেক্ট বাটনটি রেখে অপশনে ক্লিক করুন, তারপর Save To Gallery সিলেক্ট করে সেভ করার লোকেশন দিয়ে সেভ করুন।
- ৭। ইমেজ ফাইলটি তে যান। খেয়াল করুন আপনার ইমেজ সাইজ অবিশ্বাস্য ভাবে কমে গেছে!
এভাবে যেকোন বড়
Image কে আপনি
এখন সহজেই
ছোট করতে
পারবেন..
0 comments:
Post a Comment